শিল্পপতি সালমান এফ রহমান মনে করেন দেশে ওয়ান স্টপ সার্ভিস চালু করাতে পৃথিবীর নানা প্রান্তের ব্যবসায়ীরা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
সালমান এফ রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করে গড়ে তুলতে। তিনি সম্প্রতি মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে টিআইসি ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ লিমিটেডের একটি কারখানা উদ্বোধন করার সময় এসব কথা বলেন।
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত।
অনুষ্ঠানে তার বক্তব্যে সালমান এফ রহমান বলেন - সরকারের উদ্যোগ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় দেশে একের পর এক বিনিয়োগ হচ্ছে। সরকার বেজার মাধ্যমে মেঘনা গ্রুপকে ইকোনমিক জোন করার অনুমতি দিয়েছে বলেই আজ বিদেশী বিনিয়োগ হয়েছে। মেঘনা গ্রুপ মাত্র আড়াই বছরে এ ইকোনমিক জোন ডেভেলপ করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একশর বেশি ইকোনমিক জোন করার উদ্যোগ নিয়েছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ৩০ হাজার একর জমির ওপর ইকোনমিক জোন করা হচ্ছে। মিরসরাইয়ে আরো অনেক বেশি বিদেশী বিনিয়োগ হবে। আজকে মেঘনা ইকোনমিক জোনে যে বিদেশী বিনিয়োগ হয়েছে, সেটা অন্য দেশের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করবে। সালমান এফ রহমান দেশের সবচেয়ে বড় বেসরকারী প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের মালিক। বিনিয়োগ মানসিকতা, অধ্যাবশায় ও বিচক্ষনতা দিয়ে এই ব্যবসায়ী শুধু বেক্সিমকো গ্রুপকে নয়,বাংলাদেশের অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। একসময় তিনি এফবিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং ঢাকা মেট্রোপলিটান চেম্বার অব কমার্সের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।
Comments