top of page

সালমান এফ রহমানের মতে বরিশালে কাঙ্খিত উন্নয়ন হয়নি

  • Writer: Think-Tank
    Think-Tank
  • Jun 19, 2022
  • 1 min read

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সম্প্রতি বরিশাল ভ্রমন করেন। সেখানে জয় বাংলা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন অনেকদিন পর তিনি বরিশাল নগরীতে এসেছেন এবং লক্ষ্য করেছেন যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি।


তবে তিনি আশা প্রকাশ করেন পদ্মাসেতু চালু হওয়ার পরে বরিশাল পাল্টে যাবে। পদ্মাসেতু চালু হওয়ার পরে বরিশালবাসীর অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।


বরিশাল নগরীর পিছিয়ে পরার কারণ যোগাযোগ ব্যবস্থা। এতদিন যোগাযোগ ব্যবস্থা ভাল ছিল না। এখন পদ্মাসেতু চালু হওয়ায় পরিস্থিতির পরিবর্তন হবে।


জয় বাংলা উৎসবে বরিশালবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সালমান এফ রহমান ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুুকিক্তবিষয়ক প্রতিমন্ত্রী জুননাইদ আহমেদ পপলক এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।




Comments


© 2023 by Money Savvy. Proudly created with wix.com

Get Social

  • Grey Facebook Icon
  • Grey Twitter Icon
  • Grey Google+ Icon
  • Grey LinkedIn Icon
  • Grey YouTube Icon
bottom of page