top of page

সালমান এফ রহমান : দেশের সব উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হবে

  • Writer: Think-Tank
    Think-Tank
  • Feb 29, 2024
  • 1 min read

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন যে দেশের সব উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হবে। ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৪ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন।





পাশাপাশি তিনি সালমান এফ রহমান শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন যেন অগ্নি নির্বাপক সরঞ্জাম দেশে উৎপাদন হয়। ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৪ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা একথা বলেন। তাঁর মতে যেসব অগ্নিনিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করা হয় তাঁর বেশীর ভাগই জয়েন্ট ভেনচারে দেশে উৎপাদন করা যাবে। এ জন্য বিদেশী কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী করতে হবে। বর্তমানে সরকার বিশেষ জোর দিয়েছে শিল্প কারখানাগুলোয় অগ্নিঝুঁকি হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতের উপর। বেসরকারি খাতের উদ্যোক্তারা এগিয়ে আসলে সহজেই অগ্নিঝুঁকি হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে মনে করেন এই উপদেষ্টা। তিনি উল্লেখ করেন যে সরকার এবং বেসরকারি খাত যখনই একসাথে উদ্যোগ নিয়েছে, সেখানে সফলতা এসেছে। উদাহরণস্বরূপ তিনি উল্লেখ করেন যে নিরাপদ ও পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা গড়ে তুলেছে বাংলাদেশ। সালমান এফ রহমান সম্পর্কিত সব তথ্য

 
 
 

Comments


© 2023 by Money Savvy. Proudly created with wix.com

Get Social

  • Grey Facebook Icon
  • Grey Twitter Icon
  • Grey Google+ Icon
  • Grey LinkedIn Icon
  • Grey YouTube Icon
bottom of page