top of page

নিজস্ব তহবিল থেকে নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন সালমান এফ রহমান

  • Writer: Think-Tank
    Think-Tank
  • Mar 29, 2020
  • 1 min read

করোনা ভাইরাসের কারণে জনজীবন স্থবির হয়ে উঠেছে। সবাই আক্রান্ত হয়েছে এতে। তবে নিম্ন আয়ের মানুষদের জন্য পরিস্থিতি মোকাবেলা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঢাকা-১ আসনের (দোহার নবাবগঞ্জ) সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান নিজস্ব তহবিল থেকে খাদ্য, চিকিৎসা দিয়ে নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন। রোববার নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ শুরু হবে।



দোহার উপজেলার ৮টি ইউনিয়ন, একটি পৌরসভা ও নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে এই খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ১২ হাজার প্যাকেট বিতরন করা হবে। প্রতিটি প্যাকেটে থাকবে ১০ কেজি চাল, তিন কেজি ডাল, ৫ লিটার তেল, ২ কেজি লবন, ৫ কেজি আটা ও ঔষধ। এছাড়া জনাব সালমান এফ রহমান নিজস্ব তহবিল থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২২ টি কমিউনিটি হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিই, জীবাণুনাশক স্প্রে, সাধারণ মানুষের জন্য জরুরী ঔষধ ও সাড়ে ১৭ হাজার মাস্ক বিতরন করা হবে।

Commentaires


© 2023 by Money Savvy. Proudly created with wix.com

Get Social

  • Grey Facebook Icon
  • Grey Twitter Icon
  • Grey Google+ Icon
  • Grey LinkedIn Icon
  • Grey YouTube Icon
bottom of page